নিজস্ব প্রতিবেদক:
নাটোরে এবার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে নাটোর সদর উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান।
সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হয়েছে।