রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে এবারেও সীমিত আকারে রথযাত্রা অনুষ্ঠিত

নাটোরে এবারেও সীমিত আকারে রথযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে এবারেও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রা সীমিত আকারে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে শহরের চৌকিরপাড় এলাকায় অবস্থিত ইসকন মন্দিরে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পাঁচটার দিকে নাটোর রাণীভবানীর রাজপ্রসাদের অভ্যন্তরে শ্যামসুন্দর মন্দিরে অন্য আরেকটি রথযাত্রা অনুষ্ঠিত হয়।

সকালে এই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর পৌরসভার মেয়র এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী। পরে বিকেলে শ্যামসুন্দর মন্দিরে অন্য আরেকটি রথযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট প্রসাদ তালুকদার,শ্যামসুন্দর মন্দির কমিটির সভাপতি পরিমল ঘোষ,সাধারণ সম্পাদক দেবাশীষ অধিকারী প্রমুখ।

করোনা পরিস্থিতির কারণে এবারো মন্দির প্রাঙ্গণে সীমিত আকারে রথযাত্রা পালিত হয়। প্রতিবছর হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে সারা শহর প্রদক্ষিণ করে শ্রীশ্রীজগন্নাথদেবের রথ। পূণ্য লাভের আশায় ভক্তবৃন্দ এই রথের দড়ি ধরার জন্যে আসেন। তবে করোনার কারণে গতবছর থেকে শহর প্রদক্ষিণ বন্ধ রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …