নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,, নাটোরে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জনগণের লাভের বাজারের লাভের এর অর্থ দিয়ে এতিমদের নিয়ে আনন্দ ভোজ। আজ শুক্রুবার বাদ জুম্মা নাটোর সদরের বনবেল ঘড়িয়া সরকারি শিশুপরিবার বালক এ এতিমবাচ্চাদের নিয়ে আনন্দ ভোজ করা হয়। এসময় আনন্দভোজে উপস্থিত ছিলেন একতা স্বেচ্ছা সেবি সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম আফতাব, সানোয়ার হোসেন তুষার,নাসিম খান, একতা স্বেচ্ছা সেবি সংগঠনের সভাপতি সুজন আহম্মেদ ও সাধারন সম্পাদক বাবু গাজী, সাংগঠনিক সম্পাদক । এসময় সংগঠনের নেতারা জানান একতা স্বেচ্ছা সংগঠনের উদ্যোগে জনতার লাভের বাজার থেকে লাভের অর্থ দিয়ে এতিম বাচ্চাদের উন্নত মানের খাবার পরিবেশন করানো হচ্ছে। সামনের দিনে এ বাজার আরো সে সকল কার্যক্রম চালানো হবে সেখান থেকে যে লাভ হবে তা সাধারন জনগনের মাঝে ভাগ করা হবে। একতা সংগঠনের সভাপতি সুজন আহম্মেদ ও সভাপতি বাবু গাজী বলেন বাজারে সিন্ডিকেট ভাঙতে আমরা কাজ করে যাচ্ছি। এই বাজার থেকে যা লাভ হবে তা সবার মাঝে বন্টণ করা হবে
আরও দেখুন
বড়াইগ্রামে শহীদ মিকদাদ খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জুলাই বিল্পবের অন্যতম শহীদ মিকদাদ হোসেন খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের …