সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

নাটোরে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আশা খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী অত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে। মৃত আশা খাতুন নাটেরের ঝাউতলা এলাকার টুকু মিয়ার মেয়ে এবং নাটোর বনলতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পরে আসার পর প্রেম ঘোটিত বিষয়ে তার বাবা মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আশা খাতুন। এরপর বাসার লোকজন অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় সন্দেহ হলে সবাই মিলে দরজা ভেঙ্গে আশার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। এই সংবাদটি লেখা পর্যন্ত এবিষয়ে কোনো মামলা করা হয়নি।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …