সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে এক সরকারি কর্মকর্তা করোনা মুক্ত হলেও আরেক সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত

নাটোরে এক সরকারি কর্মকর্তা করোনা মুক্ত হলেও আরেক সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান করোনাকে জয় করলেন। অপরদিকে জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান আক্রান্ত হলেন। গত ১৯ জুন পরীক্ষায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান করোনা পজিটিভ হন। এরপরে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি পরপর তিনবার পরীক্ষা করিয়ে ২ জুলাই ফলাফল আসে নেগেটিভ। এরপরে স্বাস্থ্য বিভাগ তাকে করোনা মুক্ত ঘোষণা করেন।

এদিকে নাটোর জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে জেলা তথ্য অফিস নাটোর এর ফেসবুক পেইজে তিনি তার আক্রান্ত বিষয়টি তুলে ধরেন। মিজানুর রহমান আরো জানান, তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। এতে আজ তার ফলাফল আসে পজিটিভ।
তিনি আরো জানান, বাড়ি থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন বলে উল্লেখ করেছেন। করোনা মুক্ত হওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …