বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে এক যুবকের ১৪ বছরের কারাদণ্ড ও জরিমানা

নাটোরে এক যুবকের ১৪ বছরের কারাদণ্ড ও জরিমানা

  নিজস্ব প্রতিবেদক:

নাটোরে শিশু অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে ১৪ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুল রহিম এই রায় দিয়েছেন। আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০১৬ সালের ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুল যাওয়ার পথে মামলার ভিকটিম ১৪ বছরের পলি খাতুনকে অপহরণ করে প্রতিবেশী আব্দুর রশীদের ছেলে আরিফ সহ ২/৩ জন। পলি খাতুনকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এব্যাপারে ভিকটিমের মা অরুনা বিবি বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় অভিযুক্ত আরিফ তার পিতা আব্দুর রশীদের সহায়তা ও যোগসাজশে পলিকে অপহরণ করা হয়। মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে প্রেরিত হলে বিচারক মুহাম্মদ আব্দুল রহিম অভিযুক্ত আরিফকে দোষী সাব্যস্থ করে উল্লেখিত রায় ঘোষণা করেন। আনিসুর রহমান জানান, জরিমানার ২০ হাজার টাকা ভিকটিম প্রাপ্ত হবেন।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …