সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে একাদশ দিনেও স্বতঃস্ফুর্তভাবে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ চলছে

নাটোরে একাদশ দিনেও স্বতঃস্ফুর্তভাবে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ চলছে


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে একাদশ দিনেও স্বতঃপ্রনোদিতভাবে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার বেলা ৯টার দিকে নাটোর সদর হাসপাতালে এই কর্মসুচি শুরু হয়। মোট ৪ টি বুথে টিকা দানের ব্যবস্থা থাকলেও প্রতিটিতেই টিকা গ্রহণকারীদের ভীড় ছিল লক্ষ্য করার মত।

সাংবাদিকসহ সকল স্তরের মানুষ নির্ভয়ে টিকা গ্রহণ করছেন। প্রতিদিনই বাড়ছে ভ্যাকসিন গ্রহণকারীদের সংখ্যা। তবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃংখলভাবে টিকা গ্রহণ করছে।

সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, প্রথম দিকে টিকা গ্রহণকারীদের ভীড় না থাকলেও এখন প্রতিদিন টিকা গ্রহণকারীদের উপস্থিতির সংখ্যা বেড়েই চলেছে। গতকাল ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় টিকা গ্রহণকারীদের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় টিকা গ্রহণকারীদের তেমন কোন পার্শপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …