রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরে একাডেমিক স্বীকৃতি বাতিল হচ্ছে যে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের

নাটোরে একাডেমিক স্বীকৃতি বাতিল হচ্ছে যে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের

নিজস্ব প্রতিবেদক:নাটোরে দাখিল পরীক্ষায় ৩টি মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস করতে না পারায় তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে।এই মাদ্রাসা গুলি হচ্ছে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় তারাশিয়া দাখিল মাদ্রাসা,লালপুরের পানসিপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বাগাতিপাড়ার শেখপাড়া দাখিল মাদ্রাসা। সারাদেশে দাখিল পরীক্ষায় ৪৮ মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কোনো শিক্ষার্থী পাস না করায় ৪৮ মাদ্রাসার একাডেমিক স্বীকৃতি বাতিল, পাঠদানের অনুমতি স্থগিত এবং ইআইআইএন নম্বর বন্ধ করার উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রাথমিকভাবে মাদ্রাসাগুলোকে শোকজ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসব মাদ্রাসাকে শোকজ নোটিশ জারি করা হয়।

১৫ জুন মাদ্রাসা পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক শোকজ নোটিশে, ২০২০ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় মাদ্রাসাগুলোর প্রাথমিকভাবে পাঠদানের অনুমতি স্থগিত বা একাডেমিক স্বীকৃতি বাতিল করে অনলাইন পাসওয়ার্ড, মাদ্রাসার ইআইআইএন কেন বন্ধ করা হবে না তার কারণ জানতে চাওয়া হয়েছে। মাদ্রাসাগুলোকে শোকজের জবাব নোটিশ পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *