সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে একদিন এই রেকর্ড সংখ্যক ৬৬ জন সুস্থ হয়েছেন

নাটোরে একদিন এই রেকর্ড সংখ্যক ৬৬ জন সুস্থ হয়েছেন

নিজস্ব প্রতিবেদক:
একদিন এই রেকর্ড সংখ্যক ৬৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৫৮ জন। আক্রান্তের দিক দিয়ে সুস্থতার হার ৫৩.৬০%। সোমবার সকালে সিভিল সার্জন অফিস সূত্র থেকে এই তথ্য পাওয়া যায়।

নাটোর জেলায় এ পর্যন্ত ৬৩৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। রেকর্ড সংখ্যক ৬৬০ জনের নমুনা অপেক্ষমান রয়েছে। একদিনে সর্বোচ্চ ৮৫ জনের আক্রান্তের খবরে জনমনে আতঙ্ক তৈরি হয়েছিল তেমনি অধিকসংখ্যক অপেক্ষমান থাকাতেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষা কয়দিন বন্ধ থাকায় অপেক্ষমান তালিকা দীর্ঘ হয়েছে। এই সকল নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দীর্ঘদিন নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়ায় এই ভাইরাস সংক্রমণের হার অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …