শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে একদিনে ৪৬ জন করোনায় আক্রান্ত

নাটোরে একদিনে ৪৬ জন করোনায় আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (২৮মে) সকালে নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় নাটোর জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১১০ জনের। নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নাটোর সদর উপজেলার ৩৯ জন, সিংড়ায় ৪ জন এবং বাগাতিপাড়া ও বড়াইগ্রামে একজন করে নতুন শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয় ১৪০৪৮ জনের, মোট আক্রান্ত ১৭১৭ ।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, নাটোরে হঠাৎই করোনা সংক্রমণ বেড়েছে। মানুষকে সচেতন করে তোলার কাজ অব্যাহত আছে। নাটোর জেলায় করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়া ব্যবস্থা নেয়ার পাশাপাশি মাস্ক আর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, নাটোরে আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য জনগণকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে আরো কঠোর অভিযান চালানো হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …