সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে একই সাথে ওএমএস এবং টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন

নাটোরে একই সাথে ওএমএস এবং টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে একই সাথে ওএমএস এবং টিসিবি’র ভোক্তাদের মাঝে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পাতবার সকাল ৯ টার দিকে শহরের বন বেলঘড়িয়া বাইপাস মোড়ে অবস্থিত ওএমএস ডিলার আকরামুল হাসানের দোকানে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয়ের উপসচিব ড.সাবিনা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, ডিসি ফুড হারুন-অর-রশিদসহ অন্যান্যরা। উর্দ্ধগতির এই দ্রব্য মূল্যের বাজারে কম মূল্যে খোলাবাজারে এসব পণ্য পেয়ে ভোক্তারা খুব খুশী।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, জেলার ৮টি পৌরসভা এলাকার ২৯ টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে ৫৮ মেট্রিক টন চাউল বিক্রির মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হ’ল। এই কার্যক্রমে ভোক্তারা জন প্রতি ৫ কেজি করে চাল পাওয়ার সুযোগ পাবেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …