নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে একটানা বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত সমিতির ৩০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১১ টি পদে দুইটি প্যানেলে নির্বাচন হচ্ছে।
দুইটি প্যানেলের মধ্যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মালেক শেখ সহ ১১ টি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
অপর দিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে সভাপতি পদে অ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আলহাজ্ব শরীফুল হক মুক্তা সহ ১১ টি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়।
৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হচ্ছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১), অ্যাডভোকেট সাহেদ মোহম্মদ টিটু, অ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত ও অ্যাডভোকেট শাহানা আফরোজ শিল্পী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …