নিজস্ব প্রতিবেদক:
নাটোরে উপজেলা পর্যায়ে রাজস্ব খাতের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৮ ডিসেম্বর বুধবার বেলা এগারোটার দিকে নাটোর সদরের ছাতনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার আফরোজা খাতুন।
গুগোল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থা এস এস ইউ এস এর সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক পারভীন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর। “দক্ষ যুব সমৃদ্ধ-দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় মোট ৩০ জন নারী গবাদিপশু হাঁস-মুরগী পালন মৎস্যচাষ শাকসবজি উৎপাদন পোশাক তৈরি সহবিভিন্ন বিষয়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে উপজেলা পর্যায়ে রাজস্ব খাতের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …