নিজস্ব প্রতিবেদক:
নাটোরে উপজেলা পরিষদ এসোসিয়েশন জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলী। উক্ত সভা সঞ্চালন করেন উপজেলা পরিষদ এসোসিয়েশন, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম। সভায় নাটোর জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইসচেয়ারগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ২১ ফেব্রুয়ারির সকল ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে সভার কার্য শুরু করা হয়।
৫ ফেব্রুয়ারি গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উপর নৃশংস হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের জন্য তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্ন-বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়। আনোয়ার হোসেন এর ওপর হামলার গ্রেফতারকৃত ও অন্যান্য আসামীদের রিমান্ডে নিয়ে নেপথ্যের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা। আক্রান্ত উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা। উপজেলা পরিষদ চেয়ারম্যান কে যারা রক্ষা করতে এসেছিল তাদের নামে মিথ্যা, ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা। সরকারি কাজে বাধা প্রদানের জন্য ধারা সংযুক্ত করে মামলাটি দ্রুত বিচার আইনে নিয়ে বিচারকার্য সম্পন্ন করার দাবি জানানো হয়।
উপরোল্লেখিত সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ ১০ ও ১১ ফেব্রুয়ারি নাটোর জেলার সকল উপজেলা পরিষদ কলম বিরতি পালন করবে। সেই সাথে উপজেলা পরিষদের নির্ধারিত মাসিক সাধারণ সভা স্থগিত থাকবে। আগামী ১৫ ফেব্রুয়ারি গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …