রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলনের সমর্থকের উপর হামলা

নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলনের সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনের নির্বাচনী ক্যাম্প করার সময় শাহীন আলম নামে তার এক সমর্থকের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে শহরতলীর দত্তপাড়ায় এই ঘটনা ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনের আনারস প্রতিকের নির্বাচনী ক্যাম্প করছিলেন তার সমর্থক শাহিন আলম। এসময় আরেক চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুমের সমর্থক গোলাপ দুই সহযোগী সহ শাহীন আলমের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে এই ঘটনায় প্রার্থী মিলন বিচার দাবি করলেও সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে রিয়াজুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি তার জানা নেই। এ ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …