সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে উপজেলা চেয়ারম্যানের মারপিটে নিহত জীবনের দাফন সম্পন্ন

নাটোরে উপজেলা চেয়ারম্যানের মারপিটে নিহত জীবনের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদের মারপিটে নিহত ছাত্রলীগ কর্মী জীবনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় স্থানীয় আমতলী স্কুল মাঠে তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মি সহ এলাকার সকল স্তরের মানুষ উপস্থিত হন।

জানাযা পূর্ব এক সভায় এমপি শিমুল বলেন, জীবনের পরিবার এলাকার ত্যাগী আওয়ামী লীগ পরিবার। জীবন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাই সহ সন্ত্রাসীরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। জীবনের বাবাকেও হত্যার উদ্দেশ্যে মারপিট করে। ঘটনার পর থেকে আসাদ পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবী করেন। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …