রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে উপজেলা চেয়ারম্যানের গাড়ী ভাংচুরের ঘটনায় এজাহার দায়ের

নাটোরে উপজেলা চেয়ারম্যানের গাড়ী ভাংচুরের ঘটনায় এজাহার দায়ের

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এর সরকারি গাড়ী ভাংচুরের ঘটনায় নাটোর সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সদর থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

এজাহারে জনৈক সাজ্জাদুর রহমান বাবলুর নাম উল্লেখ করে এই এজাহার দায়ের করেন তিনি। এজাহারের সঙ্গে তিনি গাড়ি ভাংচুরের স্থানে সিসিটিভির ফুটেজ ও জমা দেন বলে জানান ।

উল্লেখ্য গতকাল ১২ সেপ্টেম্বর রবিবার রাত নয়টার দিকে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বিল্ডিং এর তৃতীয় তলায় স্থানীয় একটি দৈনিকের অফিসে সভায় অংশ নেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। সভা চলাকালীন সময়ে রাত সোয়া এগারোটার দিকে নিচে রক্ষিত চেয়ারম্যানের সরকারি গাড়িতে হঠাৎ করে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।
তিনি আরো জানান এ সময়ে নিচে অনেক কর্মী সমর্থক থাকলেও ঘটনার আকস্মিকতায় তারা হতবিহ্বল হয়ে পড়েন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …