রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

নাটোরে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর জেলার উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সমন্বয়ে আজ ২৫ আগস্ট বুধবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, গোল-ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদ, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর গোলাম মাওলা খান সহ প্রমুখ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …