নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৭-১৫ মিনিটে আলাইপুর মার্কাস মসজিদের ইমাম হাফেজ মাওলানা মফিজ উদ্দিনের ইমামতিতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে ৮-১৫ মিনিটে কান্দিভিটা মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা গোলাম মোস্তফার ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু তালেব ভুঁঞা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, গাড়িখানা মসজিদ, বড় হরিশপুর ঈদগাহ মাঠ,বাস টার্মিনাল মসজিদ সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গুরুদাসপুরে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং বাগাতিপাড়ায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল পৃথক ভাবে ঈদের নামাজ আদায় করেন ।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …