বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসুচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমানগণি ভূঁইয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সেখান থেকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে এক বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে পশ্চিম বাইপাস হয়ে আবারও বড় হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করে বিভিন্ন দরবার শরীফ, মাজার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা। এ সময় তারা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন বহন করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। পরে এক আলোচনা সভায় বক্তারা বলেন ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ই রবিউল আওয়াল ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম হয়। পরবর্তীতে তিনি সব ধরনের কুসংস্কার , গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃংখল দূর করে শান্তির বানী প্রচার করেন। তার আদর্শ ধারণ করে পথ চললে মানব জাতি বিভ্রান্ত হবে না। পরে মানবজাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য প্রতিবছরই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এই জশনে জুলুসের ( শোভাযাত্র)আয়োজন করে থাকে।

আরও দেখুন

নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার …