নিজস্ব প্রতিবেদক: নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল দশটার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নাটোর শহরের নিচাবাজার এলাকা ঘুরে আবারও বড় হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে গ্রাম থেকে আসা বিভিন্ন দরবার শরীফ, মাজার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা। এ সময় তারা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন বহন করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। উল্লেখ্য প্রতিবছরই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই জশনে জুলুসের আয়োজন করে থাকে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …