রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ই-প্রসিকিউশনের উদ্বোধন

নাটোরে ই-প্রসিকিউশনের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ই-প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ই-প্রসিকিউশনের উদ্বোধন করা হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম।

এ সময় ডিআইজি আব্দুল বাতেন বলেন, ই-প্রসিকিউশনের মাধ্যমে এখন থেকে দ্রুত ট্রাফিক আইন মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে। ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার জন্য যানবাহন চালক এবং মালিকদের অনুরোধ জানান তিনি।

বক্তব্যে তিনি আরো বলেন, ট্রাফিক আইন মেনে চললে নিজের জীবন এবং সম্পদ উভয়ই রক্ষা পাবে। ট্রাফিক আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ৬ অক্টোবর ২০২৪রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় …