রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ফ্রান্সে মহানবী (সা:) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন ও ইসলাম অবমাননার প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সিংড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল কাদের, ছাত্র আন্দোলনের সভাপতি একলাছ উদ্দিন, যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক, যুব আন্দোলনের সভাপতি মিনহাজুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল কালাম, হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …