শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে ইয়াবা ট্যাবলেট সহ আটক-২

নাটোরে ইয়াবা ট্যাবলেট সহ আটক-২

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরে ইয়াবার ট্যাবলেট সহ মোঃ উজ্জল হোসেন (৩৪) এবং মাসুদ রানা (৩৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল ১৯ ফেব্রুয়ারি বুধবার রাত সোয়ান নয়টার দিকে নাটোর সদরের জংলি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটক উজ্জ্বল হোসেন বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে এবং মোঃ মাসুদ রানা একই এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯ টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় জংলী আদর্শ গ্রামের জনৈক মোঃ হাবিবুর রহমানের বাড়ির সামনে রাস্তার উপর দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে। পুলিশকে দেখে দুই ব্যক্তি পালিয়ে যাবার চেষ্টা করে। ডিবি পুলিশের সদস্যরা দৌড়ে তাদের ধরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে উজ্জল হোসেনের হেফাজত হতে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামের রাস্তায় তেল-মবিল ছাড়াই চলছে পরিবেশ বান্ধব মিনিবাস

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,তেল-মবিল ছাড়াই বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় চলছে ব্যটারিচালিত পরিবেশ বান্ধব ছোট আকারের মিনিবাস। …