নিজস্ব প্রতিবেদক: নাটোরে ইয়াবা ট্যাবলেট সহ সাব্বির হোসেন(২৪) এবং হাসিবুল হাসান হিমেল (২৭) নামের ২ যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আজ ৩১ জুলাই বুধবার রাত দেড়টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকার রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের ৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটক সাব্বির হোসেন নাটোর শহরের উত্তর বড়গাছা জোলার বাতা এলাকা নাজিম উদ্দিনের ছেলে এবং হাসিবুল হাসান হিমেল একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে। নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আজ রাত দেড়টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে। পরে ঢাকা থেকে আগত রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান তারা। তল্লাশি কালে সাব্বির হোসেন এবং হিমেল এর দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করেন। এ সময় তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …