সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

নাটোরে ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নাটোরে ইয়াবা ট্যাবলেট সহ ফরিদ ও সুমন নামে ২  মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার কালুর মোড় এলাকা থেকে তাদের ৩২০ পিস ইয়াবাসহ আট করা হয়। আটক ফরিদ রাজশাহী মহানগরীর কাপাশিয়া কুশিপাড়ার আজিবর রহমান এর ছেলে এবং সুমন নাটোর শহরের কালুর মোড় এলাকার হালিম হাওলাদারের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের  একটি অপারেশন দল বৃহস্পতিবার দিবাত রাত সাড়ে বারোটার দিকে নাটোর জেলার সদর থানাধীন কালুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখানে ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ফরিদ ও সুমনকে ৩২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এসয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই ্ ইয়াবা বিক্রয় এবং সংরক্ষণের কথা জনসমক্ষে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *