শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ

নাটোরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ইয়াবাসহ শাকিল ও আমির নামে দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত সোয়া নয়টার দিকে তাদের শহরের বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটক শাকিল বেলঘড়িয়া বাইপাস এলাকার আমির হোসেনের ছেলে এবং আমির একই এলাকার মৃত তসলিম প্রামাণিকের ছেলে।

নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, রবিবার দিবাগত রাত্রি সোয়া নয়টার দিকে ডিবি পুলিশের একটি টহলরত দল বন বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। এ সময় ডিবি পুলিশ তাদের দেহ তল্লাশি করলে শাকিল এর প্যান্টের পকেট থেকে ২শ পিস ইয়াবা এবং আমিরের কোমর থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ীতে বাড়ীর সকলকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। …