নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ইয়াবাসহ ইউসুফ বেপারী নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। বুধবার বিকেলে শহরের রথবাড়ি এলাকা থেকে তাকে একশ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ইউসুফ শহরের উত্তর চৌকির পাড় এলাকার হারুন ব্যাপারীর ছেলে।
র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস,এম, জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল উপজেলার রথবাড়ি রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ১শ পিস ইয়াবাসহ ইউসুফকে হাতেনাতে আটক করে র্যাব।
পরে জনসমক্ষে সে এই ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়ের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …