সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে ইয়াবাসহ আটক-১

নাটোরে ইয়াবাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা থেকে ইয়াবাসহ মনিরুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব। আজ ১৮ জুন শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার তালতলা গ্রাম থেকে ১৯৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। আটক মনিরুল ইসলাম নাটোর শহরের কানাইখালি মহল্লার আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুর দেড়টার দিকে র‌্যাবের একটি অপারেশনাল দল বাগাতিপাড়া উপজেলার রামপুর ইউনিয়নের তালতলা গ্রামে অভিযান পরিচালনা করে। রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১৯৮ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে আটক করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখেস্বীকার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মনিরুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উপরোক্ত ঘটনায় বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …