শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব

নাটোরে ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ইমো হ্যাকার চক্রের পাঁচজন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শনিবার সকাল ১০ টার দিকে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব ০৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এসময় মোবাইল এ্যাপ ইমো হ্যাকার চক্রের সক্রিয় সদস্য শাকিল, সেলিম, শান্ত, সোহেল ও মুহাইমিনুলকে আটক ও দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা কখনো মোবাইল এ্যাপ ইমো হ্যাক করে, কখনো মেয়ে কণ্ঠে প্রতারণার মাধ্যমে কৌশলে ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে নেয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়। 

আরও দেখুন

নাটোরে গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর 

নিজস্ব প্রতিবেদক: নাটোরে পৃথক দুইটি অভিযানে  ১৮ কেজি গাঁজা সহ রুহেল আহমেদ (২৬) ও  গোলাম …