বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ইট ভাটা মালিকদের সমাবেশ : ১ মাসের আল্টিমেটাম দিয়ে ইট উৎপাদন বন্ধের ঘোষণা

নাটোরে ইট ভাটা মালিকদের সমাবেশ : ১ মাসের আল্টিমেটাম দিয়ে ইট উৎপাদন বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
লাইসেন্স প্রদান, পরিবেশ ছাড়পত্র সহজিকরণসহ আগামি ১ মাসের মধ্যে সকল হয়রানি বন্ধ করা না হলে দেশের সকল ইট ভাটায় ইট উৎপাদন বন্ধের ঘোষনা দিয়েছে ইট ভাটা মালিকরা। আজ শনিবার বেলা ১১ টার দিকে নাটোর রাজবাড়ির আনন্দভবন মিলনায়তনে দিনব্যাপী সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও উত্তরাঞ্চলের ১৬ জেলা এবং ঢাকা, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ইট ভাটা মালিকরা অংশ নেন। নাটোর জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শরিফুল ইসলাম রমজানের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুবকর সিদ্দিক, উত্তরবঙ্গ সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, ইট ভাটা মালিকরা সরকারকে পর্যাপ্ত ট্যাক্স দিয়ে ব্যবসা করলেও ধাপে ধাপে হয়রানি শিকার হন তারা।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …