বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে ইউপি নির্বাচনে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ

নাটোরে ইউপি নির্বাচনে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ইউপি নির্বাচনে সদস্য পদের ফলাফল পাল্টে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। শনিবার দুপুরে সদর উপজেলার লক্ষীপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুণরায় লক্ষীপুর বাজারে ফিরে আসে। পরেসেখানে এক প্রতিবাদ সমাবেশ করে তারা। এসময় পরাজিত প্রার্থী নুরুজ্জামান ও তার এজেন্ট আওলাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় তারা অভিযোগ করে বলেন,  দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্যপদে প্রিজাডিং অফিসার নুরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করে  ফলাফল সিট প্রদান করে। যেখানে ফুটবল মার্কা প্রতিকে নুরুজ্জামানের প্রাপ্ত ভোট ৮১৮ আর তার প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকে আকতার হোসেনের ৭৯৮ ভোট দেখানে হয়। এই ফলাফল নিয়ে নূরুজ্জামান ও তার সমর্থকরা বাজারে বিজয় মিছিল করে বাড়ি চলে যায়।   

পরে প্রিজাইডিং অফিসার কলম দিয়ে কাটাকাটি করে নূরুজ্জামানের বদলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতার হোসেনকে বিজয়ী দেখিয়ে সেই তালিকা দেয়ালে টানিয়ে দিয়ে চলে যায় ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়। এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা এনামুল হক বলেন, চুড়ান্ত সিটে ফলাফল তুলতে ভুল হয়েছিল পরে তা সংশোধন করা হয়েছে। কিন্তু সংশোধনের সময় নূরুজ্জামানের এজেন্টবা প্রার্থী কেউ উপস্থিত ছিলেন না বলে তিনি স্বীকার করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …