সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সভা

নাটোরে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সভা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জেলায়। আজ বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

সভায় জেলা প্রশাসক বলেন, আমরা ক্রেতা স্বার্থ বিবেচনা করে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি। ক্রেতা স্বার্থ বিঘ্নিত হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত এবং প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী সহযোগে গঠিত টাস্কফোর্স প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …