শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে হরিজনদের মাঝে শাড়ি বিতরণ

নাটোরে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে হরিজনদের মাঝে শাড়ি বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

নাটোরে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে অর্ধশাধিক হরিজনদের মাঝে শাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে কানাইখালী নিজ কার্যলয়ে থেকে ক্রীড়া অধিদপ্তরের সহযোগীতায় কেরাম, ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন সেট নলডাঙ্গা সোনাপাতিল মহিলা কলেজ, মাধনাগর টেকনিক্যাল ইন্সটিটিউট, দয়ারামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের হাতে ও মলিকহাটি স্পটিং ক্লাবে ক্রিকেট সেট বিতরণ করেন নাটোর-নওগাঁ (সংরক্ষিত) নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওযামী লীগের সভাপতি রত্না আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী।

এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য সর্বক্ষণিক কাজ করছেন, তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফুনানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, শরীর ও মনকে সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ছাত্রছাত্রীদের মাদক ছেড়ে খেলাধুলা আহ্বান করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …