নিজস্ব প্রতিবেদক:
আলুর দাম নিয়ন্ত্রণে এবার নাটোরে কোল্ডস্টোরেজে পরিচালিত হলো ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজন স্টোর কোল্ডস্টোরেজ মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অসঙ্গতি নিরসনের লক্ষ্যে এক সপ্তাহের শোকজ নোটিশ করা হয়।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, আলুর বাজার পরিস্থিতি ও মজুদ পরিদর্শনের লক্ষ্যে আজ সিংড়ায় এফ এন এ কোল্ড স্টোরেজে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এসময় কিছু অসংগতি উদঘাটিত হয়। কোল্ড স্টোরেজটিতে ২৬৫০ টন আলু মজুদ আছে এবং কোল্ড স্টোরেজে যেসকল ব্যবসায়ী আলু মজুদ রেখেছেন তাদের অনেকেরই পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। কোল্ড স্টোরেজের জেনারেল ম্যানেজারকে আগামী এক সপ্তাহের মধ্যে মজুদের সিংহভাগ বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয় এবং উদঘাটিত অসংগতিকে আমলে নিয়ে আলুর কৃত্রিম সংকট তৈরির অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২০,০০০/- অর্থদণ্ড করা হয়।
এসময় সহায়তা করেন বাজার মনিটরিং কর্মকর্তা নাটোর।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …