নিজস্ব প্রতিবেদক:
‘মাদক কে না বলি মাদক ছেড়ে কলম ধরি ’এই প্রতিপাদ্য নিয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলহাজ্ব হাসান আলী স্বৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে ধরাইল মাঠে এলিভেন স্টার স্পোটিং ক্লাব এর আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হয়বতপুর স্পোটিং ক্লাব ও হাতিয়ান্দহ স্পোটিং ক্লাব। ফাইনাল খেলায় হয়বতপুর স্পোটিং ক্লাব ০২-০০ হাতিয়ান্দহ স্পোটিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান এহিয়া, জেলা কৃষক লীগ সভাপতি কামাল উদ্দিন মোল্লা, দিঘাপতিয়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মোল্লাসহ অন্যান্যরা। উল্লেখ্য ২০১৮ সালে মোট ১৬টি দল নিয়ে গ্রুপ পর্যায়ে খেলা শেষে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …