নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুর উপজেলায় নতুন আরো দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে লালপুর উপজেলায় দুইজন মেডিকেল স্টাফ ও একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৬জন করোনায় আক্রান্ত হলেন।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ৭টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘মোবাইল বার্তায় তাকে নতুন দুইজন করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। ই-মেইলের অপেক্ষা করছি ইমেইল পেলে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান। তবে আক্রান্ত দুইজন পুরুষ, এর মধ্যে একজন পুলিশের গয়েন্দা সংস্থার একজন সদস্য অপরজন টেক্সটাইল শ্রমিক রয়েছে।’
তিনি আরো জানান, ‘আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানোসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে এবং আক্রান্তদের কন্টাক্টে যারা ছিলো আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান। লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এ সত্যতা নিশ্চিত করেছেন।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …