রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে আরও কমেছে সংক্রমণ

নাটোরে আরও কমেছে সংক্রমণ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আরও কমেছে করোনা সংক্রমণ। আজকে শুক্রবার নাটোর জেলায় ৮০ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ২১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬.২৫ শতাংশ। সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে। গতকাল এই হার ছিল ৩১.২০ শতাংশ। এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র‌্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। করোনা পজিটিভ এর অধিকাংশ অর্থাৎ ১০ জন নাটোর সদর উপজেলার। ৩৯ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে।

জেলায় এ পর্যন্ত ৩৪৭৫১জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯৫৮৫ জন। তবে আজ সদর উপজেলায় শনাক্তের হার সর্বোচ্চ অর্থাৎ ২৬.২৫ শতাংশ। তবে নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়।

মানুষের উদাসীনতা এই সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …