রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে আরও কমেছে করোনা সংক্রমণ

নাটোরে আরও কমেছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আরও কমেছে করোনা সংক্রমণ। আজকে রবিবার নাটোর জেলায় ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৪৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৯১ শতাংশ। সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার এই হার ছিল ২৬.২৫ শতাংশ। এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। করোনা পজিটিভ এর অধিকাংশ অর্থাৎ ৩৫ জন নাটোর সদর উপজেলার। ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমনের ধারা অব্যাহত রয়েছে।

জেলায় এ পর্যন্ত ৩৪৮০৭জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯৬২৮ জন। তবে আজ সদর উপজেলায় শনাক্তের হার সর্বোচ্চ অর্থাৎ ২৫.৭৪ শতাংশ। তবে নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়। মানুষের উদাসীনতা এই সংক্রমনের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও দেখুন

নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের জংলি ক্লাস্টারের রুবি জয়ন্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের জংলি ক্লাস্টারের ৪০ বছর পূর্তিতেরুবি জয়ন্তি উদযাপন করেছে প্রাথমিক শিক্ষক পরিবার।শনিবার …