শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / কৃষি / নাটোরে আম সংগ্রহের শুভ উদ্বোধন

নাটোরে আম সংগ্রহের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরে আম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা এগারোটার দিকে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামের একটি আম বাগানে এই উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রমুখ। পরে গাছ থেকে গোপালভোগ আম সংগ্রহের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক আম সংগ্রহের সূচনা করা হয়।

জেলায় এবার ৫ হাজার ৮শ হেক্টর জমিতে ৮০ থেকে ৮৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেখানে আড়াইশ থেকে তিনশ কোটি টাকার আম কেনা বেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে, লখনা ক্ষিরসাপাত, মোহনভোগ, ফজলী, আম্রপালি সহ বিভিন্ন হাম সংগ্রহ করা শুরু হবে। পরিতোষ অধিকারী

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …