সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আব্দুর রহমান গণপাঠাগারের আয়োজনে বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচী পালন

নাটোরে আব্দুর রহমান গণপাঠাগারের আয়োজনে বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরে তেবাড়িয়া এলাকায় অবস্থিত আব্দুর রহমান গণপাঠাগারের আয়োজনে মহান বিজয়ের মাসে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। মাসের শুরুতে স্থানীয় এলাকার শিক্ষার্থীদের বাড়িতে বই পড়ার প্রতিযোগিতা করে। বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই মাসেই পাঠাগারের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শতাধিক বৃক্ষ রোপন করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন, বাসস নাটোর প্রতিনিধি ফরাজী আহমদ বাবন,ডাঃ নূরে রহমান নয়ন, পাঠাগারের সভাপতি ফজলুর রহমান , সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাকিম, কোষাধক্ষ্য মজির উদ্দিন মোল্লা। বৃহস্পতিবার রাতে পাঠাগারের সদস্যদের নিয়ে পিঠা উৎসব ও খিচুরী ভোজের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …