নিজস্ব প্রতিবেদক:
“সাক্ষরতা শিখন ক্ষেত্রে প্রসার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই দিবস পালন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, শিক্ষাবিদ সুবীধ মৈত্র অলক, নবাব সিরাজ -উদ- দৌলা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মতিন, ধুতরক সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এমদাদুল হক, বেসরকারি উন্নয়ন সংস্থা আলো এর নির্বাহী পরিচালক শামীমার লাইজু নীলাসহ এনজিও প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সরকার নিরক্ষর ও ঝরে পড়া মানুষকে সাক্ষরতার আওতায় আনতে নানা ধরনের কর্মসূচী হাতে নিয়েছে। অনুষ্ঠানটি যৌথ আয়োজন করে জেলা প্রশাসন, গণস্বাক্ষরতা অভিযান এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আলো। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …