নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ও পথসভা

নাটোরে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ও পথসভা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। “টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত জেন্ডার সমতা” এই প্রতিপাদ্য নিয়ে আজ ৮ মার্চ মঙ্গলবার সকাল ৯ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং পথসভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (টিআইবি)।

সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি শামীমা আক্তার বিথী সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি পরিতোষ অধিকারী, স্বজন সদস্য অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সনাক সদস্য জেসমিন আক্তার, স্বজন সদস্য সাইফুল হুদা প্রমূখ। পথসভায় সনাক, স্বজন, ইয়েস ইয়েস ফ্রেন্ডস সহ টিআইবির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র আয়োজনে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করছে সচেতন নাগরিক কমিটি।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ৪১ বছর পর হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অ্যান্টিভেনম প্রয়োগের …