নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর বুধবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার, অগ্নিনির্বাপণ, যেকোনো দুর্যোগ থেকে জন সাধারণের জানমালের রক্ষা বিষয়ে সম্যক ধারণা দিতেই এই মহড়া অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে’- এই প্রতিপাদ্যকে নিয়ে বরাবরের মতো এবারের এই মহড়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ারসহ জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তাবৃন্দ। এসময় বহু মানুষ এই মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …