নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক), দুর্নীতি প্রতিরোধ কমিটি( দুপ্রক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী রোভার স্কাউট সদস্য বৃন্দ গার্ল গাইডস এসোসিয়েশন এর সদস্যবৃন্দ সদস্য ইয়েস ইয়েস ফ্রেন্ডস সরকারী বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে এই উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, দুপ্রক সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম প্রমুখ।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …