নিজস্ব প্রতিবেদক
‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি , নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমব্রম, জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়সহ নেতৃবৃন্দ।
আরও দেখুন
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …