নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল্লাহর আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আটক আনসারুল্লাহ বংলা টিমের ২ সদস্য হলেন, নাটোর সদর উপজেলার কৈগাড়ি ও ফারিদপুর আমহাটী আরিফুল ইসলাম ও রবিউল ইসলাম।
আদালত সুত্র জানায় , গত বছরের ৩১ আক্টোবর নাটোর সদর উপজেলার কৈগাড়ি ও ফারিদপুর আমহাটী এলাকায় অভিযান চালিয়ে আরিফুল আসলাম ও রবিউল ইসলামকে অস্ত্র সহ আটক করে র্যাব। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মামলার বৃহত্তর তদন্ত এবং আরো তথ্য প্রাপ্তির জন্য নাটোর র্যাব ক্যাম্পর সিপিসি-২ এর এসআই মাহমুদুল্লাহ জিজ্ঞাসাবাদের জন্য নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন জানান।
শুনানী শেষে আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানী শেষে বিচারক ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …