রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে আনছারুল্লা বাংলা টিমের ৪ সদস্যর আদালতে হাজিরা, দুইজনের জামিন মঞ্জুর

নাটোরে আনছারুল্লা বাংলা টিমের ৪ সদস্যর আদালতে হাজিরা, দুইজনের জামিন মঞ্জুর


নিজস্ব প্রতিবেদক:
কড়া নিরাপত্তায় নাটোরে আনছারুল্লা বাংলা টিমের ৪ সদস্যের আদালতে হাজিরা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১ টার দিকে নাটোর জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাদের হাজির করা হয়। হাজিরা গ্রহণ করেন আদালতের বিচারক কামরুন্নাহার বেগম।

হাজিরা দেওয়া সদস্যরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার কালাগাজী পাড়ার মৃত এলাহী মিয়ার ছেলে মোহাম্মদ নূরুল ইসলাম, কক্সবাজারের চকরিয়া থানার কাখাড়া গ্রামের মাওলানা ক্বারী আব্দুস শুকুরের ছেলে মোহাম্মদ আনিসুল্লাহ, চট্টগামের সাতকানিয়া থানার চামোদরপাড়া মহল্লার ইব্রাহিম হোসেনের ছেলে আবু সায়েম ও একই থানার আনিসবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে কেফায়েতুল্লাহ। হাজিরা গ্রহণ শেষে আসামীপক্ষের আইনজীবী ওই ৪ জনের জামিন প্রার্থনা করলে শুনানী শেষে বিচারক নূরুল ইসলাম ও মোহাম্মদ আনিসুল্লাহ’র জামিন আবেদন মঞ্জুর করেন এবং চলতি বছরের ২২ মে হাজিরার দিন ধার্য্য করে আবু সায়েম ও কেফায়েতুল্লাহকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। 

উল্লেখ্য, গত ১৪-০৩-২০২০ সালে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাস যোগে আনছারুল্লা বাংলা টিমের ওই ৪ সদস্য রাজশাহী মারকাজ মসজিদে যাচ্ছিল। পথে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বড় হরিশপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব -৫ সদস্যরা। 

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …