শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে আদালতের মালখানা পরিদর্শনে রাজশাহী ডিআইজি

নাটোরে আদালতের মালখানা পরিদর্শনে রাজশাহী ডিআইজি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে আদালতের মালখানা পরিদর্শন করেন রাজশাহীর রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান। আজ ১৪ এপ্রিল সোমবার দুপুর একটার দিকে তিনি এই মালখানা পরিদর্শনে আসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
মালখানা পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত মালখানার থেকে কী কী চুরি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। এজন্যে আরো কয়েকটা দিন লাগতে পারে। মালখানায় কী কী ছিল, কী কী হারিয়েছে সমস্ত কিছু মেলানোর পরে জানানো হবে কতটুকু টাকা-পয়সা, স্বর্ণালংকার বা অন্যান্য জিনিসপত্র হারিয়েছে এবং কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য ১১ মার্চ শুক্রবার আদালতের মালখানার গ্রিল কেটে, তালা ভেঙে বিপুল পরিমাণ অর্থ এবং স্বর্ণালংকার চুরি যায়। পরে কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন বরখাস্ত কৃত এক পুলিশ সদস্য সহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে ৬১ লক্ষ টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে।

আরও দেখুন

সৌন্দর্য বর্ধন ও দৃষ্টিনন্দন রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

পৌর প্রশাসক মো. মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৃহস্পতিবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *