শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত

নাটোরে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবছরের ন্যায় এবারও নাটোরের বাকসোর ঘাটে আড়াইশো বছর পুরনো বারুণী গঙ্গা পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোর থেকে এ স্নান শুরু হয়। প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে নাটোরের বাকসোর এলাকার গদাই নদের ঘাটে ভোর থেকে এ স্নান শুরু হয়। গঙ্গাস্নানের পূর্ব রাতে মন্দিরে কীর্তন ও পূজা সম্পন্ন হয়। পূণ্য লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী ওই ঘাটে স্নান করতে ভীড় জমান। স্নান শেষে তারা নদীর পাড়ে অবস্থিত মন্দিরে পূজা দিয়ে সার্বজনীন মঙ্গল প্রার্থনা করেন। এ উপলক্ষে নদীর পাড়ে বসে মেলা। নানা পসরা নিয়ে দোকানীরা দোকান সাজিয়ে বসে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …